রাজশাহী মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নানান আয়োজনে রাজশাহী কলেজে বিজয় দিবস পালন


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯

আপডেট:
৬ মে ২০২৫ ০৪:১৫

নানান আয়োজনে রাজশাহী কলেজে বিজয় দিবস পালন

রাজশাহী কলেজে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুনন’ এর অবমুক্তি ও প্রদর্শন ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

‘মহান বিজয় দিবস- ২০২০’ উদ্যাপন উপলক্ষে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী কলেজ স্কাউটস, প্রেজেন্টেশন ক্লাব, বিএনসিসি সহ আরোও অর্ধশতাধিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।সকাল সাড়ে ১০ টায় কলেজ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর বহুমাত্রিক সংগ্রামী জীবন ও স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজশাহী কলেজ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আলী, ম্যাগাজিন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার,  শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা ও কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

কলেজ অধ্যক্ষ বর্তমান সময়ের ভাস্কর্য বিষয়ে বলেন, আমরা একজন ব্যক্তি, ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র আমার অবস্থান বিবেচনা করব। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তি পাইনি। শোষণ, বঞ্ছনা, বৈষম্য দূর করে  মানবিক, অসাম্প্রদায়িক চেতানায় বাংলাদেশের জন্ম। যে দেশে সকল ধর্মের মানুষ একসাথে থাকবে কিন্তু কোন বিশৃঙ্খলা হবে না। সব ধর্মে অসাম্প্রদায়িকতার বীজ নিহিত আছে কিন্তু আমরা সেটা মানতে চাইনা। আর সেকারণেই আজকে বঙ্গবন্ধুর প্রতীকীকে তারা ভূলুণ্ঠিত করছে।

সকল অপশক্তিকে প্রতিহত করে দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবনকে বিশ্লেষণ করলেই আমরা তাঁর বহুমাত্রিক সংগ্রামের পরিচয় পাই। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে এগিয়ে আসতে হবে।

এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সদস্যদের নিয়ে ‘রাজশাহী কলেজ ম্যাগাজিন’-২০২০-এর মোড়ক উন্মোচন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজের নিজস্ব শিল্পীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘রাজশাহী কলেজ ফিল্ম সোসাইটি’ কর্তৃক বঙ্গবন্ধুর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুনন’-এর প্রদর্শন এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা, বিশেষ দোয়ার আয়োজন ও কলেজ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top