নওগাঁয় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা
                                নওগাঁর ধামইরহাটে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে মিম আক্তার (০৯) নামের এক শিশু আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের রামরামপুর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিম পার্শ্ববতী জয়পুরহাট জেলার নওপাড়া নামক এলাকার মৃত ফয়জুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানান, মাত্র ৩০ দিন বয়সে মিমের বাবা মারা যাবার পর থেকে মিম তার নানা মো. মোজাম্মেল হকের বাড়িতে থাকতেন। ওইদিন বাড়ির ৩শত মিটার দুরে জলেশ্বরী পুকুরে গোসল করতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় মিম।
পরে সকলের চোখ আড়াল করে পুকুরের পাড়ে একটি আম বাগানে গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। অনেকের ধারনা নানীর উপরে অভিমান করে শিশুটি আত্মহত্যা করতে পারে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। এ প্রতিবেদনটি তৈরির সময় থানা পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করছিলেন বলে যানা গেছে।
আরপি/ এসআই

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: