রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড!


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৩ ০২:০৭

আপডেট:
১৩ মে ২০২৫ ০৬:৪৮

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী আলম শেখেকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জের ধরে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে নিজের স্ত্রী সুফিয়া বেগম কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আলম শেখ। হত্যাকাণ্ডের পর স্বামী আলম শেখ পালিয়ে যায়। ঘটনায় পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট উজির আলী শেখ বলেন, স্বামী কর্তৃক কুপিয়ে স্ত্রীকে হত্যা মামলায় আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি। এই হত্যাকাণ্ডে জড়িত না থাকায় মামলার অপর দুই আসামি জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধু কে খালাস দিয়েছে আদালত।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top