রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

বাঘায় ছাগল বাাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ যুবক


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:০৫

ছবি প্রতিনিধি

রাজশাহীর বাঘায় ছাগলের ঘরে জালানো কয়েলের আগুনে পুড়ে অন্তস্বত্তাঃ ২টি ছাগলসহ ৩টি ছাগল মারা গেছে। অগ্নিকান্ডের সময় সেই ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন রুহুল আমিন। অবস্থার অবনতি হওয়ায় বাঘা হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনায়, ছাগলের ঘরসহ আরো ২টি ঘর ভস্মিভূূত হয়েছে। দাবি করা হয়েছে, প্রায় ২লক্ষ টাকার ক্ষতি সাধনের। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে বাঘা পৌরসভার মুশিদপুর গ্রামে রুহুল আমিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন, আছান আলীর ছেলে রুহুল আমিন।

স্থানীয় মকবুল হোসেন জানান, ছাগলের ঘরে জালানো কয়েলের আগুন থেকে সুত্রপাত ঘটে। পরে গ্রামের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সরকারি সহায়তা দেওয়া হবে।

আরপি/ এসআই-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top