রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু


প্রকাশিত:
১৯ মার্চ ২০২১ ০১:১৭

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:৪০

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হারান আলী (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিয়ান মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারান এলাকার মৃত রূপবান আলীর ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হোসেন জানান, দুপুরে হারান আলী রেললাইন পার হয়ে বাড়ির বিপরীত পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। তখনই খুলনা থেকে রাজশাহী ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরপি/ এসআই-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top