রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২১ ০২:১৬

আপডেট:
১০ এপ্রিল ২০২১ ০২:৩৭

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউ, ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে তারা মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, যে তিনজন মারা গেছে তাদের শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগের দিন বুধবার রাতে এ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার তাদের নমুনা পরীক্ষা করা হতে পারে।

শুক্রবার দুপুরে ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আটজনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে, রাজশাহী জেলায় ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁ সাতজন, নাটোর ১০ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ৫১ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৩৮ জন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়েছেন ৭৮ জন করোনা আক্রান্ত রোগি বলে জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় ৪২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৬৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top