রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে পদ্মায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
১৯ মে ২০২১ ০১:৪২

আপডেট:
১৯ মে ২০২১ ০৩:০৭

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে নাইম হোসেন (১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে সাড়ে ৫ টার দিকে নদীতে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, সোমবার নাইম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যায় নদীর ধারে তার গামছা-লুঙ্গী দেখে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন পানিতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ফায়ার সার্ভিসের ডুবরী দলকে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থালে পৌছেলে রাত সাড়ে ১১ টায় নাইমের লাশ মাছ ধরার জালে উঠে আসলে ফায়ারসার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নাইম হোসেন আরিজপুর গ্রামের ফরহাদ হোসের ছেলে। নাইম গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সালের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কেেলেজর অধ্যক্ষ মইনুল ইসলাম বলেন, নাইম হোসেন চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল তার অকাল মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে।

আরপি/ এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top