রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর


প্রকাশিত:
২০ মে ২০২১ ০৩:৩০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৯

ছবি: প্রতিকী

রাজশাহীর মোহনপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ আলী নামের (৪৪) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার কেশরহাট-ভবানিগঞ্জ সড়কের মগরাবিলের বাগমারা নামক স্হানে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলীর বাড়ি বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে। পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফ আলী মোটর সাইকেলযোগে কেশরহাটে আসছিলেন। মগরা বিলের বাগমারা নামক স্হানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পথচারীরা তাকে মোহনপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরপি / এমবি-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top