রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

পুঠিয়ায় শ্রমিকদের আর্থিক অনুদান


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ০৫:৪২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:২৭

ছবি:পুঠিয়ায় শ্রমিকদের সভা

রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পুঠিয়ায় শ্রমিকদের মাঝে  আর্থিক অনুদান দেয়া হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে আয়োজিত এক সভায় নিজস্ব তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৬ জনকে শ্রমিকের মরনোত্তর ২ লক্ষ ৪৫ হাজার, ২০ জনকে বিবাহর খরচ ৪ লক্ষ টাকা, ২ জনকে শিক্ষা অনুদান ১০ হাজার টাকা এবং ৩৬ জনকে বয়স্ক ও পঙ্গু ভাতা ১৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, মালিক গ্রুপের সদস্য আমিরুল ইসলাম, এসআই মইনুল ইসলাম, আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক, শাহরিয়ার রহিম কনক, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল, যুগ্ন সম্পাদক মহির উদ্দিন সরকার প্রমুখ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top