রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

লালন শাহ পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র


প্রকাশিত:
২ জুন ২০২১ ০৩:২১

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:৫৬

উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাসিক  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

পদ্মাপাড়ে লালন শাহ পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেলে পদ্মাপাড় ঘুরে চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উন্নয়ন কাজরে অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং টেকসই উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সিটি মেয়র ।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top