রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে গলায় খাবার আটকে ওসির মেয়ের মৃত্যু


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ০৪:৫১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:২১

প্রতীকী ছবি

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফার মেয়ের গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে।শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার নাম মালিহা মাহজাবিন মৌলি (১৪)। গোলাম মোস্তফার বড় মেয়ে ছিল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, গোলাম মোস্তফার দুই মেয়ের মধ্যে মৌলি বড়। ছোটবেলা থেকেই মৌলি মানসিক প্রতিবন্ধী ছিল। তার মৃগী রোগও ছিল বলে তার পরিবার জানায়। অসুস্থ থাকায় তাকে কোনো স্কুলে পড়ানো হয়নি।

তিনি আরও বলেন, রামেক থেকে সকালে মৌলির মরদেহ বাগমারা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যান। বাদ আসর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আরপি/এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top