রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


প্রকাশিত:
২৮ জুন ২০২১ ০৪:০৬

আপডেট:
১৩ মে ২০২৫ ০৩:২৯

প্রতীকী ছবি

রাজশাহী চারঘাটের বড়াল নদীর সুইচ গেট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বড়াল নদীর চারঘাট সুইচ গেটে ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে নৌ-পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি। নদীতে পানি বাড়ার কারনে লাশটি ভেসে এসেছে। বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top