রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ৬০ লাখ টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার


প্রকাশিত:
২ জুলাই ২০২১ ১৯:৪৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:০৯

ছবি: মুক্তি পারভীন

রাজশাহীর গোদাগাড়ীতে ৬০ লাখ টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এই তরুণী মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার তরুণীর নাম মুক্তি পারভীন (১৯)। সে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক কারবারে জড়িত ছিল। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সে হেরোইন সরবরাহ করে আসছিল। মাদকের কারবার করে সে অল্পদিনে প্রচুর অর্থের মালিক হয়েছে। বেশ কিছুদিন যাবৎ সে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিল। এরপর হাতে-নাতে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই তরুণী কয়েক বছর ধরে এই এই মাদক কারবারে জড়িত। মাদকের গডফাদারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তার রয়েছে সখ্যতা। এ সুযোগে দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করে অল্পদিনে প্রচার ধন-সম্পদের মালিক হয়ে যায়।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top