রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪


প্রকাশিত:
১২ জুলাই ২০২১ ১৫:২৫

আপডেট:
১২ জুলাই ২০২১ ২২:৫৫

রামেক হাসপাতাল। ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৪ জন। রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১৪ জনের মৃত্যু হয়। আগেরদিন মারা যান ১৯ জন। এছাড়া গত জুন মাসের ৩০ দিনে মোট মৃতের সংখ্যা ছিল ৩৫৫ জন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত এ ১৪ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৬ জন। আর বাকি ৮ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে উপসর্গে এবং আরো ৪ জন মারা গেছেন করোনা নেগেটিভ থাকার পরও। মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন ও নাটোরের ৪ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর দুইজন ৪ জন এবং পাবনা জেলার রয়েছেন একজন। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৭। এদের মধ্যে ২২৯ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা রয়েছে ৪৫৪ টি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top