রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

চেকপোস্ট পরিদর্শনে রাজশাহীর এসপি


প্রকাশিত:
২৬ জুলাই ২০২১ ২২:২৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০৯:৫১

সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধ কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো চেকপোস্ট পরিদর্শনে এবং জনসচতেনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে মাঠে রয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। সোমবার (২৬ জুলাই) চতুর্থ দিনের মতো মাঠে চেকপোস্ট পরিদর্শনে যান তিনি। এ সময় তার সঙ্গে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট পরিদর্শনকালে এদিনও তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট থানার মোবাইল টিমসমূহ ও ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা ও সরকার নির্দেশিত বিধিনিষেধসমূহ যথাযথভাবে অনুসরণ করার আহবান জানান পুলিশ সুপার মাসুদ হোসেন।

সোমবার (২৬ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top