রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রামেকে একদিনে মৃত্যু ১০


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ১৪:২২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:১১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১০ জন। এ নিয়ে আগস্ট মাসের ১৬ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৫ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৪ জন। আর বাকি ৬ জনের ৫ জন মারা গেছেন করোনা উপসর্গে এবং একজনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের ৪ জন, নওগাঁর তিনজন এবং চুয়াডাঙ্গা জেলার রয়েছেন একজন।

সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৯। এদের মধ্যে ১৬৬ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top