রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

গোদাগাড়ীতে ৩ ধর্ষণ মামলার আসামী জিয়া আটক


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ০৪:২৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৭

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ৩ ধর্ষণ মামলার আসামীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোদাগাড়ী থানা পুলিশ উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং এলাকা থেকে জিয়াউর রহমান জিয়া (৪৫) নামের ধর্ষককে আটক করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এক আদিবাসী তরুণীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষন করলে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মামলার আসামী ধর্ষক জিয়াউর রহমান জিয়াকে আটক করে। আটককৃত জিয়া উপজেলার বাবুডাইং গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, এর আগে জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আরও ২টি মামলা রয়েছে। আটককৃত জিয়াকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিত তরুণীকের পরীক্ষার জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল রামেক ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top