রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

নগরীর ড্রেন থেকে গলাকাটা লাশ উদ্ধার


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ১৬:২৬

আপডেট:
৭ অক্টোবর ২০২১ ১৬:৩১

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর ড্রেন থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরীর সাগরপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের পিছনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় তার বাড়ি নগরীর লক্ষীপুর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন পথচারি ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এক-দেড়শো গজ দুরে তাকে আঘাত করা হয়েছে। সেদিকে রক্তের দাগও আছে। পরে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরী করে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, নিহত ব্যক্তি অটোরিকশা চালক। অটো নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হতে পারে। দৌড়ে পালাতে গিয়ে ড্রেনে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top