রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ১৬:৪২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:২২

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি পাঁচজন।

শনিবার (৯ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বয়সী আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে দুজন পুরুষ এবং চারজন নারী। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি নাটোরের বাসিন্দা।

আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর দুজন, নাটোরের একজন ও নওগাঁর দুজন রয়েছেন। তাদের সবার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনা শনাক্ত হন।

আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ছয়জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ২৮ শতাংশ।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top