রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

স্বপ্নবৃত্ত’র নতুন সভাপতি মীম, সম্পাদক সৃৃষ্টি


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ০৬:০৪

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ২৩:৫৬

ফাইল ছবি

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নবৃত্ত’র এর ২০২১-২০২২ মেয়াদের কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেরুন্নেসা মীম এবং সাধারণ সম্পাদক হিসেবে সৃৃষ্টি সাহা মনোনীত হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় রাজশাহী মহানগরীর মোন্নাফের মোড়ে স্বপ্নবৃত্ত সংগঠনের অফিসে অত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা ও (বিদায়ী) সভাপতি জান্নাতুল মাওয়া ও সাধারণ সম্পাদক মাইনুল হক এর যৌথ স্বাক্ষরিত অনুমোদনে ১৫ সদস্য বিশিষ্ট নতুন ওই কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে (বিদায়ী) সাধারণ সম্পাদক মাইনুল হক’কে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল শাহরিয়ার তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল হোসাইন (সাগর), দপ্তর সম্পাদক জান্নাত আজাদ কেয়া, অর্থ সম্পাদক আবু রায়হান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জনি সরদার, ব্লাড বিষয়ক সম্পাদক আবু সাঈদ, যুগ্ম ব্লাড বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী আল-হাসান। নির্বাহী সদস্য মোঃ সিফাত আহমেদ, ফিরোজ মাহমুদ, মেহেরব হাসান অপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ পদ্মা রাজশাহী’র সাবেক সভাপতি মিঠুন কুমার প্রামানিক, রোটারেক্ট ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেনসহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শাহ্ মখদুম কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, ‘মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের’ স্লোগানে সংগঠনটি মূলত ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর কয়েকজন স্বপ্নবাজ উদ্যমী তরুণদের হাত ধরেই পথ চলা শুরু হয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’র।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top