রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

দর্শনার্থীদের নিরাপত্তায় পদ্মাপাড়ে বসছে পুলিশ ক্যাম্প


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ০৬:১০

আপডেট:
১৭ অক্টোবর ২০২১ ০৬:২৯

রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের লালনশাহ মুক্তমঞ্চ থেকে হযরত শাহ মখদুম (রহ.) মাজার শরীফের সামনে হয়ে পদ্মাগার্ডেন পর্যন্ত এলাকার পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প ।

গত ১৬ সেপ্টেম্বর নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের মধ্যকার বৈঠকে পদ্মাপাড়ে পুলিশ ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এ লক্ষ্যে শনিবার সন্ধ্যায় পদ্মাপাড় পরিদর্শন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরিদর্শনকালে ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান, আরএমপির উপ পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বরের বৈঠকে জানানো হয়,  পাঁচজন পুলিশ সদস্য নিয়ে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে। পরবর্তীতে সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করার তারা সিদ্ধান্ত নেন।

 

আরপি/এমএএইচ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top