রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

প্রতিপক্ষের ছুরিকাঘাত

রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২১:৪১

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:১৭

প্রতিকী ছবি

রাজশাহীর বেলপুকুরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম সোহেল রানা (৩৪)। তিনি জামিরা দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে। এ ঘটনার জেরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। 

জানা গেছে, জমিতে ধানের চারা কেনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরপি / এম



আপনার মূল্যবান মতামত দিন:

Top