রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে চালু হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ০৬:১৩

আপডেট:
১৩ মে ২০২৫ ১৩:২৬

ছবি: সংগৃহীত

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসায়। এরই মধ্যে বিষয়টির অনুমোদনও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রাক-বিশ্ববিদ্যালয় শাখায় শিক্ষার্থী ভর্তি করবে আল আজহার বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

এ সময় শিক্ষানগরীতে প্রাক শাখা চালুর সিদ্ধান্ত নেওয়ায় আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন মেয়র।

তিনি বলেন, শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-১৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top