রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

মুক্তিযোদ্ধা মনির উদ্দিনকে চিরবিদায়


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৬:২৫

আপডেট:
১৯ নভেম্বর ২০১৯ ০৬:২৬

ছবি: বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন

সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদ (৭৪)। বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষক হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে গত রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।। তার বাসা বাগমারা উপজেলাের তাহেরপুর পৌরসভার সুলতানপুর এলাকায়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যদায় তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদের দাফনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সামসুদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সাহার আলী,বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসিসহ উপজেলার সকল স্তরের বীরমুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গসহ সর্বদলীয় ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top