রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

দামকুড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২২ ০৮:০৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:২৭

ছবি: সংবর্ধনা প্রদান

পবার দামকুড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মুরারীপুর কেন্দ্রীয় গোরস্থান কমিটির উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও গোরস্থান কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার।

সংবর্ধনা অনুষ্ঠানে গোরস্থান কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাদেকুজ্জামান কাজল, মুরারীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম শামশুল আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিজুল হক তোতা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন হাবিব, সংরক্ষিত নারী সদস্য রেহেনা বেগম টুকু, আব্দুস সোবহান, আব্দুল গফুর বুঝান।

অনুষ্ঠানে গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক নিরাবুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি মাসুদ রানা। এ সময় বক্তারা রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, গোরস্থানের দেয়াল পুনঃসংস্কার, মুরারীপুর কেন্দ্রীয় মসজিদের রাস্তা সংস্কার, ইদগাহের রাস্তা সংস্কারসহ এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার দাবি জানান।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top