রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

বিভাগীয় পুলিশ হাসপাতালে মিলবে টেলিমেডিসিন সেবা


প্রকাশিত:
১৬ মে ২০২২ ১০:০৩

আপডেট:
১৬ মে ২০২২ ১০:২২

ছবি: উদ্বোধনী অনুষ্ঠান

উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালকে টেলিমেডিসিন কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ কার্যক্রমে আরএমপিসহ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার আওতাভুক্ত সকল পুলিশ ও নন পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা টেলিমেডিসিন সেবা নিতে পারবে। এ প্রক্রিয়ায় ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালের যে কোনো রোগের বিশেষজ্ঞ ডাক্তারও দেখাতে পারবেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশ সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সকল ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। অসুস্থ পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সদস্যদের বিভিন্ন কারণে ভারতে গিয়ে চিকিৎসা করা সম্ভব হয়ে উঠে না। এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে পুলিশ সদস্যদের ভারতের বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেই সুযোগ সৃষ্টি হলো। এখন হতে বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীকে সরাসরি পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবা প্রদান করবেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা। যা অত্যন্ত আনন্দের।

তিনি আরও বলেন, বর্তমানে শুধুমাত্র পুলিশ সদস্য এবং তাদের পরিবারবর্গের সদস্যদের টেলিমেডিসিন সেবা প্রদান করা হচ্ছে। আগামীতে এই পরিসর আরও বৃদ্ধি করা হবে। টেলিমেডিসিন সেবা কার্যক্রমের জন্য ভারতের আদিত্য বিড়লা হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদও জানান আরএমপি কমিশনার।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রানা ভট্টাচার্য্য ও একই প্রতিষ্ঠানের প্রখ্যাত স্ত্রী রোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর অমিত পাটিল।

এছাড়াও উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top