রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

বেশি দামে ঔষধ বিক্রির অপরাধে ফার্মেসিকে জরিমানা


প্রকাশিত:
৪ আগস্ট ২০২২ ২৩:৪৩

আপডেট:
৫ আগস্ট ২০২২ ০৫:৩২

ছবি: সংগৃহিত

রাজশাহী নগরীতে ঔষধের দাম ১৫ টাকা বেশি নেওয়ায় মেসার্স জননি ফার্মেসি নামের এক ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাসুম আলী এ জরিমানা করেন।

 রাজশাহীতেও এমন বেশি দাম নেওয়ায় এক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট ২২) রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাসুম আলী এ জরিমানা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬০ মিলি নাপা সিরাপের দাম একলাফে বেড়ে দাঁড়ায় ৩৫ টাকা। এই সুযোগে পূর্ব নির্ধারিত ২০ টাকা ৭০ পয়সা দামের সিরাপের গায়ে ৩৫ টাকা হাতে লিখে বিক্রি করতে শুরু করে একদল অসাধু ব্যবসায়ী। ১৫ টাকা বেশি দরে বিক্রি করেছেন মেহেদী হাসান নামের এক ক্রেতার কাছে। এরপর ২৭ জুলাই ফার্মেসির বিরুদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ঐ ক্রেতা। অভিযোগের ভিত্তিতে আজ ৪ আগস্ট জেলা ভোক্তা অধিকার দপ্তরে শুনানি শেষে ওই ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে মো: মাসুম আলী বলেন, নাপা সিরাপের লেবেলে ২০ টাকা মূল্য কেটে দিয়ে ৩৫ টাকা লিখে বিক্রির দায়ে ঐ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জেলায় বিভিন্ন জায়গায় ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, অতিরিক্ত মূল্য নেওয়া ছাড়াও ভোক্তার স্বার্থ সংশ্লিষ্ট যেকোন অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালানা চলমান রয়েছে।

তিনি আরো বলেন, দোকানিরা সচেতন হতে শুরু করেছে। শুধু ফার্মেসি নয়; দাম বাড়ার সুযোগ নিতে যে কেউ অসদুপায় গ্রহণ করলে তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবসময় পাশে আছে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top