সাড়ে ৬ লাখ টাকার গাঁজা জব্দ, আটক ৪

ছবি: সংগৃহিত
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা সহ চার মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গতকাল (৫ আগষ্ট) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণহার থানার স্বরমংলা গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি ইকতিয়ার উদ্দিন (৩৯), কামাল হোসেন (৫০) ও পিয়াসকে (২৮) আটক করা হয়। এসময় একজন মাদক কারবারি পলিয়ে যায়। আসামিদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।
এদিকে রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেট কারসহ ৬ কেজি গাঁজা জব্দ।
অপর দিকে বিকেল পৌনে ৫টায় রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরবর্তীতে প্রাইভেট কারটি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার সহ চালক সামসুল হককে আটক করা হয়।
পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র।
আরপি/এমএএইচ
বিষয়: মাদক কারবারি আটক
আপনার মূল্যবান মতামত দিন: