রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মহিষের গাড়ি চালক নিহত


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০১:১৯

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০১:২৬

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মহিষের গাড়ি চালক নিহত

রাজশাহীর পুঠিয়ায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আখবহনকারী মহিষের গাড়ি চালক কুতুব আলী (৫৫) নিহত হয়েছেন। আজ (৩০ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী।

নিহত কুতুব আলী (৫৫) উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম জিউপাড়া গ্রামের মৃৃৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুতুব আলী সহ আরো দুটি মহিষের গাড়ি ভর্তি আখ নিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। পথে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে নাটোরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কুতুব আলী গাড়ি থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, কুতুব আলীকে পুঠিয়া হাসপাতালে নিয়ে গেলে রামেক হাসপাতালে প্রেরন করা হয় সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা পক্রীয়াধিন রয়েছে বলেও জানান তিনি।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top