রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

বাস কাউন্টারে ছিল ১১০ বোতল ফেন্সিডিল, গ্রেফতার এক


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২২ ০৬:৪০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৪১

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীর বাঘায় ঢাকা গামী ঈগল বাস কাউন্টারে অভিযান চালিয়ে থেকে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ঈগল বাস কাউন্টারে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারির নাম আবুল হোসেন (৩৭)। তিনি বাঘা উপজেলার দক্ষিন মিলিক বাঘার মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানান, বাঘা উপজেলা সদরে ঢাকা গামী পুরাতন বাস টার্মিনালে ঈগল বাস কাউন্টারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। শনিবার রাত ৮ টার দিকে বাস ঈগল কাউন্টারে অভিযান পরিচালনা একটি বস্তায় ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজনের সামনে ফেন্সিডিলসহ বাস মাস্টার আবুল হোসেনকে গ্রেফতার করেন।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান এ বিষয়ে রাজশাহী ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত বাস মাস্টার আবুল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top