রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

বসতবাড়ি থেকে সাড়ে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৩ ০৯:৪৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৫৬

ছবি: গ্রেফতার আসামি

বসতবাড়িতে অভিনব কায়দায় ফেনসিডিল রাখার দায়ে রাজশাহী থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ৩৫৫ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা দাড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যাক্তিরা হলেন চারঘাট উপজেলার রাওথা দাড়িপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আকবর আলী ওরফে ভুট্টু (৫০) ও আতাহার আলীর ছেলে শাহাবুল (৩৫)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে, রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা দাড়িপাড়া গ্রামের এক বসত বাড়িতে ফেনসিডিল মজুদ আছে।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে র‍্যাব-৫ এর ওই টিম সন্দেহজনক বাড়িতে প্রবেশ করা মাত্রই আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top