রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

আড়াই লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ১


প্রকাশিত:
৫ মার্চ ২০২৩ ১১:২১

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:৪৪

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীতে অভিনব কায়দায় ফেনসিডিল সংরক্ষণের সময় মিজান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তার কাছ থেকে ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৬৩ হাজার টাকা।

শুক্রবার (৩ মার্চ) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডী মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারাবারি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর ইউনিয়নের শ্রীখন্ডী মাস্টারপাড়া গ্রামের রুপচাঁন আলীর ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, চারঘাট উপজেলার ইউসূফপুর ইউনিয়নের শ্রীখন্ডী মাস্টারপাড়া গ্রামে এক ব্যক্তি ফেনসিডিল বিক্রির উদ্দেশে অবস্থান রেখেছে।

খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর ওই দল ঘটনাস্থলে পৌঁছামাত্রই আসামি মিজান আলী বস্তাসহ পালানোর চেষ্টা করে। এসময় ওই বস্তা থেকে ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চারঘাট থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top