রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

মুরগি ঘরে মিলল ৭২ লাখ টাকার হেরোইন


প্রকাশিত:
১৯ মার্চ ২০২৩ ২২:৩৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৪১

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন সংরক্ষণের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ৭২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার দিবাগত রাতে রাজশাহীর গোাদাগাড়ী পৌরসভার মেডিকেল মোড় কোকরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৯ মার্চ) র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারাবারির নাম ওয়াসিকুল (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ডোটা পাড়ার মোস্তফার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল জানতে পারে, গোাদাগাড়ী পৌরসভার কোকরাপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অবৈধ মাদক মজুদ রয়েছে।

খবর পেয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৫ এর ওই দল বসতবাড়িটিতে অভিযান চালায়। এ সময় আসামি ওয়াসিকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ওই বাড়ির সিড়ির নিচে থাকা মুরগির ঘর থেকে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত হেরোইন বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গোাদাগাড়ী মডেল থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top