রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

শিশু ধর্ষণের অপরাধে প্রতিবেশীর যাবজ্জীবন


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৩ ০২:৩১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:০৪

প্রতীকী ছবি

রাজশাহীতে শিশুকে ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারকর মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম শ্রী পলান চন্দ্র কটু (৪৫)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের মৃত লক্ষণের ছেলে।

আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, আসামি কটু ওই শিশুর বাবাকে ভাই ডাকতেন। এই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল তার। এর মধ্যে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ওই শিশুকে কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে আড়ালে নিয়ে যায় কটু। সেখানেই তাকে ধর্ষণ করেন। পরে শিশুর বাবা মোহনপুর থানায় একটি মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার প্রেক্ষিতে তাকে অভিযুক্ত করে চার্জশিট দিলে শুনানি শেষে আদালত আজকে রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top