রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

খাদ্য সরবরাহকারী কাভার্ড ভ্যান নিয়ে পালিয়েও রেহাই পেল না তারা


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৩ ১৯:১২

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:২৬

ছবি: গ্রেফতার আসামিরা

রাজশাহীতে একটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাটারিচালিত অটো কাভার্ড ভ্যানসহ খাদ্যসামগ্রী চুরি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ১০ হাজার টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ অটো ভ্যানটি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) নগরীর শাহ মখদুম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—নগরীর বোয়ালিয়া থানার সপুরা ম্যাচ ফ্যাক্টরি এলাকার আব্দুল মোতালেবে ছেলে আল আমিন ভান্ডারী (২৪), সপুরা শালবাগানের সেন্টু বাবুর্চির ছেলে মিনহাজ আলী জয় (২৬), একই এলাকার মৃত ইকবালের ছেলে সারোয়ার হোসেন পার্থ (২২) ও ইমামুল শেখ রবের ছেলে ইমামুল (৩২)।

ঘটনা সূত্রে জানা যায়, সিয়াম একটি খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন। গত ২২ মার্চ সকাল পৌনে ১০টার দিকে পণ্য সরবরাহের জন্য ভ্যান নিয়ে মালামালসহ বাসা থেকে বের হন তিনি। সকাল সাড়ে ১০টায় শাহ্শখদুম থানার বারো রাস্তার পাশে বখশীয়া খানকাহ শরীফের সামনে অটো ভ্যানটি রেখে খানকাহ শরীফের বাথরুমে যান তিনি।

কিছুক্ষণ পর এসে দেখেন তার অটো ভ্যানটি নেই। আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বুঝতে পারেন, তার ভ্যানটি চুরি হয়েছে। বিষয়টি তার প্রতিষ্ঠানের মালিক রাকিবুল হাসান জুয়েলকে জানালে জুয়েল শাহ্মখদুম থানায় একটি চুরির মামলা করেন।

রফিকুল আলম জানান, মামলার প্রেক্ষিতে আরএমপির উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম) নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএইচএম আসাদ হোসেনের নেতৃত্বে শাহ্মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ ও তার টিম চোরাই মালামাল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ৮টায় শাহ্মখদুম থানা পুলিশের ওই টিম আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি আল আমিন ভান্ডারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার দেওয়া তথ্যমতে তার বাড়ীর পিছন হতে ভ্যানের বিভিন্ন অংশ খোলা অবস্থায় উদ্ধার করেন।

শাহ্মখদুম থানা পুলিশ গ্রেফতার আসামি আল আমিনকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই দিন দুপুর ২টায় তার সহযোগী মিনহাজ, সারোয়ার ও ইমামুলকে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চোরাই কাভার্ড ভ্যানটির কিছু অংশসহ গ্রেফতার করেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top