রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

ভারতে পাচারের সময় ৮০ লাখ টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৩ ১৮:১৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৩

ছবি: উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি

রাজশাহীতে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কষ্টি পাথরের এই মূর্তির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে মূর্তিটি উদ্ধার করা হয়।

পরে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মতিউল ইসলাম মন্ডল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-১ বিজিবির একটি দল পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে। এসময় ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় মালিকবিহীন মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে কষ্টি পাথরের মূর্তির মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top