রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

বিনা টিকিটে ভ্রমণ, বনলতা এক্সপ্রেসে ৬২ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৩ ০০:০৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৫১

ছবি: রাজশাহী পোস্ট

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ৮০ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের থেকে মোট ৬১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (২৯ এপ্রিল) সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, গতকাল রাতের ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে রিজার্ভেশন থাকলেও কাউকে না জানিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন পর্যন্ত ট্রেন পরিদর্শন ও টিকেট চেকিং কার্যক্রম চালানো হয়েছে। এ পর্যন্ত ট্রেনে সর্বমোট ৮০ জন টিকেট বিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে।

তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৬১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top