রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

৯৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ২১:২২

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১০:২৫

 

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৯৪৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনুমানিক বিকেল চারটায় পুঠিয়া থানাধীন বানেশ্বর ডিগ্রী কলেজ এলাকায় র‌্যাব ৫ এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের সিপিসি-২ অপারেশন দল কোম্পানী ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গত বিকেল ৪টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর ডিগ্রী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল, ৪ টি সিম কার্ড, ৩ টি মেমোরী কার্ড, মাদক বিক্রয় লব্ধ নগদ ২ হাজার টাকাসহ আসামী মিন্টু বাশারকে (৩৫) আটক করা হয়।

মিন্টুর বাশার জেলার বাঘা উপজেলার ভানুকর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে র‌্যাব ৫।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top