রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

নদীর ধারে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৩৮

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০৩:৫৯

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ানী পৌর এলাকার কুশাবড়িয়া গ্রামের বড়াল নদীর ধার থেকে এই লাশ উদ্ধার বাঘা থানার পুলিশ।

এ বিষয়ে আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের কাউন্সিলর রবিউল ইসলাম জানান, অজ্ঞাত এক বৃদ্ধ খালিগায়ে ও চেক কালো রঙের লুঙ্গি পরনে এবং সাদা রঙের একটি ব্যাগ পাশে নিয়ে সন্ধায় বড়াল নদীর ধারে উপর হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বাঘা থানার পুলিশকে জানান।

আরও পড়ুন: অর্থমন্ত্রীকে ‘বোবা মানুষ’ আখ্যা দিলেন জাপা নেতা চুন্নু

ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তার মাথায় কালো লম্বা চুল, মুখে সাদা দাঁড়ি, ডান পায়ের গুড়ালিতে একটি আপ দেখা যায়। এলাকার কোন লোক তার চিনতে পারেনি।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার বয়স ৭০ এর ঊর্ধ্বে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top