রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

বাঘায় মাদক ব্যবসায়ী আশিক গ্রেফতার


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০২:০৩

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীর বাঘায় হেরোইন ও চাইনিজ কুড়ালসহ মাদক ব্যবসায়ী আশিক রানাকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আশিক রানা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: সংসদের অধিবেশন শেষ, আটদিনে ১৮ বিল পাস

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-পরিচালক মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশিক রানা দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে মাদকদ্রব্য রেখে ক্রয় বিক্রয় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর সদর কোম্পানীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন ও ৪টি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া সে এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে ৬টি মামলার এজাহারভূক্ত আসামী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশিক রানা হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্র সমুহ নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখেছিল মর্মে র‌্যাবের কাছে স্বীকার করে।

তার নামে র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম। 

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top