রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

পবায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪ ১৬:০৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:২৪

ছবি: নারী সমাবেশ
রাজশাহীর পবা উপজেলায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। 
 
রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলী খাঁন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। 
 
অনুষ্ঠানে বক্তারা নিপাহ ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন। এছাড়াও মাদক, গুজব, বাল্যবিবাহের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারীশিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। 
 
উল্লেখ্য, সমাবেশের শুরুতে কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
 
 
 
আরপি/এসআর


আপনার মূল্যবান মতামত দিন:

Top