রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০০:৫৫

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীর গোদাগাড়ী থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ রুবেল ওরফে সুমন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রুবেল রাজশাহী নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মাহাতাবের ছেলে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ একটি দল জানতে পারে, এক মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ইজিবাইকে গোদাগাড়ী থেকে রাজশাহী নগরীর দিকে আসছে। খবর পেয়ে র‍্যাবের গোয়েন্দা দল রাজাবাড়ি হাটে চেকপোষ্ট স্থাপন করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন ইজিবাইক থামানোর সংকেত দিলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে র‍্যাব সদস্যরা আসামিকে ৫০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top