রাজশাহী শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে বরেন্দ্র নারী কণ্ঠের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ মে ২০২৫ ২৩:০৫

আপডেট:
১৭ মে ২০২৫ ০৩:০৮

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী নগরীতে নারী সংস্কার কমিশনের সুপারিশমালা: ‘বাংলাদেশী মুসলিম সমাজের প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে নগরীর একটি মিলনায়তনে বরেন্দ্র নারী কণ্ঠ নামক একটি সংগঠন এ বৈঠকের আয়োজন করে।

প্রফেসর ডঃ সালেহা জেসমিনের সভাপতিত্বে এবং মডারেটর নাসরিন আখতার আব্বাসীর সঞ্চালনায় বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি সামশাদ জাহান লিপি, মূখ্য আলোচক হিসেবে ছিলেন প্রফেসর ডাঃ উম্মে আবরার, প্রফেসর ডাঃ ফাতেমা সিদ্দিকা, ডঃ শারমিন সুলতানা, অধ্যাপিকা হোসেন আরা, ডঃ মজিলা শরীফ, শাহানারা খাতুন রহীমা, লামিয়া তাসনীম, সেলিনা পারভীন রুমা, ফারহানা শরমীন।

বক্তারা বলেন, নিঃসন্দেহে নারী কমিশন সংস্কার একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কিছু ক্ষেত্রে অসঙ্গতি থাকার ফলে নারীর জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে তা চিহ্নিত করে সুষ্ঠু সমাধানের প্রযোজন। এখানে খুব উদ্বেগের বিষয় যেটি যে ধর্মকে সার্বজনীন এবং রাষ্ট্রীয় জীবন ইহকালে সীমাবদ্ধ দেখানোটা ধর্মীয় অনুভূতিতে চরম কুঠারাঘাত। ইসলামী জীবন ব্যবস্থা সর্বোপরি সকল ধর্মেই নৈতিক বিষয়গুলো মান্য করা হয়। সেই জায়গা থেকে পতিতাবৃত্তির লাইসেন্স দেয়াকে আলোচক বৃন্দ ধর্ম এবং সমাজের জন্য ভীষণ আক্রমণ যা অচিরেই রহিত করার দাবি। এছাড়াও উপস্থিত সুধীবৃন্দ এই অসঙ্গতিপূর্ণ সংস্কার চিহ্নিত করে অবিলম্বে সংশোধনের দাবিতে একমত পোষণ করেন। তারা বৈঠকে ২০টি পয়েন্টে সমস্যা চিহ্নিত করেন।

 

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top