রাজশাহী শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

নগরীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৯ ১৯:২৭

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৩:৪৯

ছবি: প্রতীকী

রাজশাহী নগরীতে সড়ক দূর্ঘটনায় রফিকুল ইসলাম রফিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার ভোর রাত সাড়ে ৫ টার দিকে নাটোর থেকে রাজশাহীমুখী একটি এ্যাম্বুলেন্স নগরীর কাঁটাখালি বাখরাবাজ দেওয়ানপাড়া ঈদগাহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে তাকে চাপা দিলে তিনি মারা যান।

নিহত ওই ব্যক্তি নগরীর চন্দ্রিমা থানার ছোটবোন গ্রাম এলাকার মৃত মনসুর আলীর ছেলে। এছাড়াও একই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন গোপাল চন্দ্র (৬০) ববিতা (৩৫) মনোয়ারা(৪৫) নিয়তি সরকার(৫০) উভয় বড় শাওল সিংড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত মোজাম্মেসল হকের ছেলে সামু (২৮) ও ছোট বনগ্রাম এলাকার কাজিম আলীর ছেলে মিঠু (১৮) গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে শনিবার বিকেল সাড়ে ৫ দিকে আবারো কাঁটাখালি চৌমহনী বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় আরো ১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন, নগরীর এয়ারপোর্ট থানাধীন বায়া এলাকার শামসুল হকের ছেলে নজরুল ইসলাম (৪৫)।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top