রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২০ ১১:০৩

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০২:২০

ছবি: সংগৃহীত

রাজশাহী পবা পশ্চিম ওমরপুর এলাকার একটি ক্ষেতের পাশ থেকে অজ্ঞাতনামা মধ্যবয়স্ক এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর দুইটার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশ পবা উপজেলা পরিষদের সামনে  এলাকায়  ওই লাশ উদ্ধার করে। ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর বলে জানায় পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ভারপ্রাপ্ত তারিকুল ইসলাম জানান, স্থানীয়রা ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডি ও পিবি আই’র একটি টিম নমুনা সংগ্রহের জন্য গেছে।


পুলিশ জানায়, লাশের ধরণ দেখে মনে হচ্ছে ১০ থেকে ১২ দিন আগের এ হত্যাকাণ্ড। লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করা ছাড়া বলা যাচ্ছেনা। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top