রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, পিস্তুল ও গুলি উদ্ধার


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২০ ০৩:৩৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০৭:২৪

রাজশাহী সাহাপুর সীমান্ত এলাকায় বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাতে বিজিবির সঙ্গে এই ঘটনা ঘটে।

এ সময় বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী ১-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

বিজিবি তথ্য মতে, রবিবার রাতে সাহাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অস্ত্র প্রবেশ করবে বলে খবর পায় বিজিবি। রাত আনুমানিক ১১টার সময় অস্ত্র চোরাকারবারিরা চালান নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবির অবস্থান টের পেলে, বিজিপিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় বিজিবির সদস্যরাও চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

অবস্থা বেগতিক দেখে চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুটি ম্যাগজিন উদ্ধার করে উপস্থিত বিজিবির সদস্যরা।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top