রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

বাংলাদেশি পাসপোর্টে সৌদিতে ভারতীয়, ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত:
১৩ মার্চ ২০২০ ০৫:০২

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৮:১৯

জালিয়াতি করে পাসপোর্ট প্রদানের অভিযোগ উঠেছে। এতে রাজশাহী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রাজশাহী উপপরিচালক জাহাঙ্গীর আলম।

এর আগে ২০১৭ ভারতের নারী নাগরিক হাফেজ আহমেদকে ভারতে থাকা অবস্থায় একটি পাসপোর্ট প্রদান করেন রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। হাফেজ আহমেদ বাংলাদেশের নায়ক ভারত থেকে সৌদি আরবে চলে যান ওই পাসপোর্ট ব্যবহার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, তদন্ত শেষে আবজউল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top