রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

ধান কাটতে ১৩শ শ্রমিক পাঠাল নাটোর পুলিশ


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২০ ০১:১৮

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৭

ছবি: সংগৃহীত

নাটোরের চলনবিল ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার জন্য নাটোর থেকে ১৩শ শ্রমিক পাঠালো জেলা পুলিশ। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার তত্ত্বাবধানে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সংগ্রহ করে পুলিশের খরচে দুপুরের খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বাসে তাদের সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়।

এর আগে প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়। ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে ফিরিয়ে আনা হবে বলে জানান নাটোরের পুলিশ সুপার। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা সব সময় ছয় ফুট দূরত্বে অবস্থান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

 

আরপি/ এমবি

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top