রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীর

বাঘায় মাদক সম্রাট বখতিয়ার আটক


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৩

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘায় বখতিয়ার রহমান নামে এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার চাকিপাড়া মোড় থেকে ওই মাদক সম্রাট আটক করা হয়। বখতিয়ার রহমান দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।  

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বখতিয়ার এলাকায় আলোচিত। সে কখনো পুলিশ, আবার কখনো এসপি-ডিসির নিকট আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় অপকর্ম করে বেড়াতো।

এছাড়া বহিরাগতদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে অর্থ বাণিজ্য করতো বলে অভিযোগ আছে। অবশেষে তাকে ফেন্সিডিলসহ আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরপি / বি



আপনার মূল্যবান মতামত দিন:

Top