রাজশাহী শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২

রাজশাহীর ল্যাবে আজ আরও একজনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ০২:৩০

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ২০:৫৩

ছবি:সংগৃহিত

রাজশাহীর ল্যাবে আজ আরো একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাটে।এছাড়াও ৯ টি নমুনা সংগ্রহ প্রক্রিয়া ভুল থাকায় ফলাফল বাতিল হয়েছে। শনিবার রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।

রাজশাহী বিভাগে এ নিয়ে মোট ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেল। এছাড়া গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে যে ৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে জয়পুরহাটের দু’জন ছিলেন বলে আইইডিসিআর থেকে বলা হয়।

এর আগেও জয়পুরহাটে চারজন রোগী করােনা আক্রান্ত ছিলেন। এছাড়াও আজ বগুড়ার ল্যাবে জয়পুরহাটের আরও এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। ফলে আজকে শনিবার দিয়ে জয়পুরহাটে মোট ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top